প্রয়োজনীয় সতর্কতা
জীবনে
চলার পথে কত রকমের মানুষের সাথে রাসায়নিক যোগাযোগ হয় ---আমাদের প্রায় প্রত্যেকের ই
...প্রতিনিয়ত। কোনও ক্ষেত্রে সেগুলো থাকে শুধুমাত্র ভৌত যোগাযোগ
মাত্র, আবার কোনও কোনও ক্ষেত্রে তা আকার নেয় ......প্রবল রাসায়নিক পরিবর্তনের । সে পরিবর্তন ও আবার হতে পারে দু রকমের......তাপ উৎপাদক এবং তাপ শোষক । এ ক্ষেত্রে কোন উপাদানের কি ভুমিকা,সেই বর্ণনায় না গিয়ে, শুধুমাত্র আমার সীমিত উপলব্ধির তুলাযন্ত্রে বসিয়ে সেই প্রেক্ষাপট গুলোকে তুলে ধরবার একটা চেষ্টা করলাম শুধু।........আমার উপলব্ধির এই বর্ণনা গুলোর সাথে যদি কেউ কোনও চেনা চরিত্র বা ঘটনার সাথে মিল খুঁজে পান, তার দায়ভার , আমি নিতে অপারক। আমি নিঃশর্ত মাপ চেয়ে রাখছি শুরুতেই।
মাত্র, আবার কোনও কোনও ক্ষেত্রে তা আকার নেয় ......প্রবল রাসায়নিক পরিবর্তনের । সে পরিবর্তন ও আবার হতে পারে দু রকমের......তাপ উৎপাদক এবং তাপ শোষক । এ ক্ষেত্রে কোন উপাদানের কি ভুমিকা,সেই বর্ণনায় না গিয়ে, শুধুমাত্র আমার সীমিত উপলব্ধির তুলাযন্ত্রে বসিয়ে সেই প্রেক্ষাপট গুলোকে তুলে ধরবার একটা চেষ্টা করলাম শুধু।........আমার উপলব্ধির এই বর্ণনা গুলোর সাথে যদি কেউ কোনও চেনা চরিত্র বা ঘটনার সাথে মিল খুঁজে পান, তার দায়ভার , আমি নিতে অপারক। আমি নিঃশর্ত মাপ চেয়ে রাখছি শুরুতেই।
আমার জ্বালা যেন আপনার জ্বালার কারন না হয়।।